ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ইফতার মাহফিল ও মত বিনিময় সভা ১৭মে রোজ শুক্রবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ নোমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র এম.ছরওয়ার আলমের সভাপতিত্বে এবং বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ ও শরীফা আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও ছনুয়ার কৃতি সন্তান লায়ন মোঃ আমিরুল হক এমরুল কায়েস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, 'ছনুয়ার অনেক লোক ছনুয়াকে নিজের জন্মস্থান পরিচয় দিতে অনীহা প্রকাশ করেন। কিন্তু তারা বুঝেন না নিজের মাতৃভূমিকে অস্বীকার করা মানে নিজের মাকে অস্বীকার করা। মারা গেলে তো ছনুয়ার মাটিতে ঠাঁই হয়। কেন আমরা শহরের বাড়ি ঘর নিয়ে এত অহংকার করি? আমাদের শেষ ঠিকানা যেহেতু ছনুয়া তাই আমাদেরকে ছনুয়া নিয়ে স্বপ্ন দেখতে হবে।
তিনি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, 'প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিষদ গঠনের এই উদ্যোগটি অত্যান্ত প্রশংনীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক পশ্চাৎপদ জনপদ প্রিয় জন্মভূমি ছনুয়া। আগামীতে ছনুয়াকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে প্রস্তুতি নিতে হবে।' প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের উদ্যেগ নেওয়ার জন্য এম ছরওয়ার আলমকে ধন্যবাদ জানান তিনি।
সভাপতির বক্তব্যে ছরওয়ার আলম বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বিত কর্মকাণ্ড ছনুয়াকে মডেল ছনুয়ায় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে একত্রিত করে পরিষদে অন্তর্ভূক্ত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ মনজুর আহমেদ, সাংবাদিক সাইফি আনোয়ার, মো: জিয়াউল হক, এ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন,মোঃ আলী আকবর এবং জাফর আলম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে এম. ছরওয়ার আলমকে আহবায়ক করে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে যুগ্ন-আহবায়ক হলেন- এ্যাডভোকেট ইকবাল হোসেন, ব্যাংকার মোঃ আলী আকবর,এসআই জাফর আলম এবং মোঃ ওমর ফারুক।
গঠিত আহ্বায়ক কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান,হীরক জয়ন্তী অনুষ্ঠান ও পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
উল্লেখ্য,ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান ঈদের পরের দিন অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.