এম জিয়াউল হক: চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর, মহানগর বিএনপির উপদেষ্টা এবং ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক এ.কে.এম. জাফরুল ইসলাম (মাষ্টার জাফর) ৬৩ বছর বয়সে বুধবার বিকেল ৫:৪০ মিনিটে চট্টগ্রামের সি.এস.সি.আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।মরহুমের নামাযে জানাজা বৃহস্পতিবার বাদে আসর প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে।
জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তাঁর ভূমিকা ছিলো অতুলনীয়, তাঁর অবদানকে স্মরণ করে এলাকাবাসীরা বলছেন, তারা একজন সত্যিকারের মানব এবং দেশপ্রেমিককে হারিয়েছে। তিনি এলাকার গরীব -দুঃখী মানুষের অভিভাবক ছিলেন বলেও জানান তারা।
চসিক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা:শাহাদাত হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানসহ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ডাঃ শাহাদাত বলেন, তাঁর মৃত্যুতে দেশ হারাল মহৎপ্রাণ, ত্যাগী ও দেশপ্রেমিক একজন রাজনীতিবিদকে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.