শিহাব ইকবাল
আজ মমিতা কিছুই আমি খাবো না,
খেলতে মাঠে মোটেও আমি যাবো না,
দেশ যদি হয় মগের মুলুক এই দিনেও,
ভুল যদি হয় রক্ত দিয়ে দেশ কিনেও,
সন্ত্রাসীরাই হয় যদি আজ দেশ-নেতা,
দেশদ্রোহীরা মুহুর্মুহু দেয় ব্যথা,
সংসদে হয় ধ্বংসমুখী পথ চলা,
অর্থনীতির আর্তি হলে চঞ্চলা,
দলের ব্যাখ্যা পাই যদি আজ কোন্দলে,
পিস-এর আশায় ব্যস্ত হলে পিস্তলে,
রাজনীতিতে রোজই যদি রাগ থাকে,
রাজধানীতে নিতুই খুনের দাগ থাকে,
জ্ঞানের মশাল মশার মতোই কামড়ালে,
স্বাধীনতা থাকলে মোহের মগডালে,
জাতীয়তার জাত যদি যায় ঝগড়াতে,
মিছিল দেখে হয় যদি চোখ রগড়াতে,
হরতাল তার সন্ত্রাসে আর ভাংচুরে
দুর্বিসহ করলে জীবন দেশ জুড়ে,
পেপের ভেতর ভাত ঢুকিয়ে লাভটা কী?
অস্থিরতায় স্বস্তি খোঁজার ভাবটা কী?
আজকে কিছু খাবোই না মা, খাবোই না,
করতে কিছু যাবোই না মা, যাবোই না।