সানজিয়া শাবনাম: চুল নিয়ে চিন্তা করেনা এমন লোক খুব কমই আছে। চুলের জন্য বাড়তি সৌন্দর্য খুঁজতে অনেক টাকা নষ্ট করেও তেমন কোন লাভ হয় না। একটু সচেতনতা পারে আপনার চুলকে রোগমুক্ত রাখতে। হেয়ার সিরাম সিলিকন ভিত্তিক এমিনো এসিড এবং সেরামাইডযুক্ত যা আপনার চুলের জন্য বেশ উপকারি।
আসুন হেয়ার সিরামের কাজ সম্পর্কে জেনে নিই।
★হেয়ার সিরাম চুলের জট কমাতে সাহায্য করে।আপনার চুলে অতিরিক্ত জটের সমস্যা থাকলে হেয়ার সিরাম একটি আদর্শ সমাধান।
★তৈলাক্ত চুলের জন্য বেশ উপকারি।
★আবার চুলকে অতিরিক্ত শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।
★চুলকে করে মসৃণ ও উজ্জ্বল করে।
★চুলের ভেঙ্গে পড়া কমায়।
★চুল ধুলা-বালি থেকে রক্ষা করে।
★সূর্যের ক্ষতিকর রশ্মির ক্ষতি থেকে চুলকে রক্ষা করে। এটি মূলত চুলের সান কন্ট্রোলার হিসেবে কাজ করে।
★ক্ষতিকর ক্যামিকেল প্রোডাক্ট কম-বেশি সবাই ব্যবহার করি, হেয়ার সিরাম আমাদের ব্যবহৃত সেই সব ক্যামিকেল প্রোডাক্টের ক্ষতি থেকেও আমাদের চুলকে রক্ষা করে।
★কোকড়ানো চুলের জন্য হেয়ার সিরাম বেশ উপকারি।
★হেয়ার স্ট্রেট করার আগে হেয়ার সিরামের ব্যবহার চুলকে হিটের ক্ষতি থেকে রক্ষা করে।
বলা যায় হেয়ার সিরাম চুলের উপর প্রলেপের কাজ করে।
ব্যবহার ও সতর্কতা:
★হেয়ার সিরাম ভাল ও মানানসই দেখে ব্যবহার করুন ভাল ফলাফল পাবেন।
★শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর হেয়ার সিরাম ব্যবহার করতে হবে।
★হেয়ার সিরাম হালকা ভিজা চুলে ব্যবহার করতে হবে।
★স্কাল্পে ব্যবহারের পর চুলে হাত না দিয়ে আলতোভাবে চুল আঁচরিয়ে নিতে হবে।
★২-৩টি কোম্পানির পন্য ব্যবহার করে দেখুন কোনটি মানানসই। কাজ না করলে ধরে নিতে হবে হেয়ার সিরাম আপনার চুলে মানানসই নয়।
নিত্য নতুন সব স্বাস্থ্য তথ্য ও জীবনকে সুন্দর করতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আমাদের। আপনাদের লাইক আমাদেরকে নতুন কিছু লিখতে অনুপ্রাণিত করবে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.