প্রভাতী ডেস্ক: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের নিষ্ঠুরতার জেরে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি অধিকারী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠার ঘটনায় অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের জানান।
বহিষ্কৃত তিন শিক্ষক হলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখা প্রধান জিন্নাত আরা ও শিক্ষক হাসনা হেনা।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.