কক্সবাজার প্রতিনিধি: এমপি আব্দুর রহমান বদির গাড়ী লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার টেকনাফের হোয়াইক্যাং কাঞ্জরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, গাড়ীতে এমপি বদি না থাকলেও তার স্ত্রী মনোনয়ন প্রাপ্ত শাহীনা আক্তার গাড়ীতে ছিলেন।
ঘটনার খবর পেয়ে টেকনাফ ও হোয়াইক্যাং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হোয়াইক্যাং পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সুব্রত রায় জানান, 'এমপি বদির গাড়ী লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলিতে গাড়ীর পেছনের কাঁচ ভেঙ্গে যায়, তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।'
উল্লেখ্য, এমপি বদি দলীয় কয়েকজন নেতাসহ ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৮৮০ নাম্বারের নিজস্ব গাড়ীতে করে উখিয়া হতে টেকনাফে আসার পথে এ ঘটনা ঘটে। সাথে আরো ৪-৫টা গাড়ী ছিল।বদি অন্য গাড়ীতে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.