
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে ছাত্রদের দীর্ঘদিনের যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তাকে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
আদালতে জামিন আবেদন খারিজ
শুক্রবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মেহেদী হাসান মিলন এ মামলার তদন্ত চলমান থাকার কথা জানিয়ে এরশাদ হালিমকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করেন।
শেওড়াপাড়ার বাসা থেকে রাতেই গ্রেফতার
এর আগের দিন, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেফতার করে পুলিশ। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, টিএসসিতে সংবাদ সম্মেলন
অধ্যাপক এরশাদ হালিমের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ছাত্রদের যৌন হয়রানির অভিযোগ বৃহস্পতিবার বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ফেসবুকে বিভিন্ন পোস্টে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।
রাতেই টিএসসির সাংবাদিক সমিতিতে কয়েকজন শিক্ষার্থী সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। তাদের মধ্যে একজন শিক্ষার্থী নিজে যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন এবং ঘটনার বর্ণনা প্রকাশ করেন।
অভিযোগের পরই পুলিশ অভিযান চালিয়ে অধ্যাপক হালিমকে আটক করে। মামলার শুনানিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.