
গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত এমপিপ্রার্থী এরশাদ উল্লাহ, সরোয়ার বাবলা এবং শান্ত নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে সরওয়ার বাবলা নিহত হয়েছেন।
বুধবার(৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বায়েজিদ থানার চালিতাতলীতে গণসংযোগকালে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান এ তথ্য জানান।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গুলিতে আহত সরোয়ার মারা গেছেন।
বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এসময় এই ঘটনা ঘটে । গুলিবিদ্ধ ৩জনকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পথেই সরোয়ার বাবলা মারা যান। তবে কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি। সরোয়ার তাদের কেউ নন। জনসংযোগে শত শত লোক অংশ নেন।
পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেনকে গুলি করা হয়।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির প্রার্থী জনসংযোগ করার সময় সেখানে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ববিরোধের জেরে তাকে গুলি করা হয়।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.