প্রভাতী ডেস্ক: দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আপিলও শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।
সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ জামিনের এ আদেশ দেন।
রবিবার ২৫ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রফিকুল ইসলাম মিয়ার পক্ষে আপিল করেন তার আইনজীবী ব্যারিস্টার রাগীফ রউফ চৌধুরী। একই সঙ্গে তার অসুস্থতার কারণে জামিন আবেদন করা হয়।
উল্লেখ্য,সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায় গত মঙ্গলবার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের জেল দেন ঢাকার বিশেষ জজ-৬ আদালত। রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ঐদিন সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.