বুধবার, ১২ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১২ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১২ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান ১৪৪৬ হিজরি

ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলার আসামি তারা

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪২

বিভিন্ন থানা পুলিশ ২৪ ঘন্টায় এই ৪২ জন আসামি গ্রেফতারে সক্ষম হয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নগরীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২রা ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), মো. আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), মো. আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), মো. ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), মো. মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), মো. শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান (হিরা) (৫৩), মো. মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), মো. ফরহাদ (২৮), শাহাদাত হোসেন রুমান (৩০), মো. জহির উদ্দিন (৪৭), আবির সেন প্রকাশ আবির সেন গুপ্ত (৩০), অনিক সেন গুপ্ত প্রকাশ অনিক (৩০), মো. কবির প্রকাশ চেইন কবির প্রকাশ সেন্ট কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), মো. ইকবাল হোসেন (৩৪), মো. রাজু (৩০), আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নওয়াব আলী (৫৫), নগরীর ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. সেলিম (৫৫), ১৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪), মো. হাসান (৩৫), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) ও সাইফুল ইসলাম।

উল্লেখ্য, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print