গত ৫ আগস্টের পর বাঁশখালীর ১৪ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পলাতক থাকায় ও ১টি ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যুবরণ করায় সেবা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছিল। অবশেষে বাঁশখালীর ৯টি ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে বিষয়টি জানানো হয় জেলা প্রশাসকের অফিস আদেশের মাধ্যমে।
জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয়, “এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০. ০০০০.০০০.০১৭. ৯৯.০০৪৪. ২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বাঁশখালী উপজেলাধীন খানখানাবাদ, কালীপুর, বৈলছড়ি, কাথারিয়া, সরল, শীলকূপ, চাম্বল, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিম্ন বর্ণিত প্যানেল চেয়ারম্যানগণকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
নতুন নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন, খানখানাবাদে শহীদুল ইসলাম সিকদার, কালীপুরে মো. আবুল কালাম, বৈলছড়িতে বিকাশ দত্ত, কাথরিয়া ইউনিয়নে বাদশা মিয়া, সরল ইউনিয়নে রোকসানা আকতার, শীলকূপে রাশেদ নুরী, চাম্বলে মোহাম্মদ শহীদ উল্লাহ, শেখেরখীল শামসুল আলম ও ছনুয়ায় নুরুল আমিন।
এদিকে বাঁশখালীর ৪ ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় অবস্থান করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা হলেন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহউদ্দিন কামাল, পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেকুর রহমান, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসহাব উদ্দিন ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.