মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র্যালি করেছে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর। র্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পলোগাউন্ড মাঠ থেকে শহীদ মিনারের উদ্দেশে বিজয় র্যালির যাত্রা শুরু করে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা।
বিজয় র্যালিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা কমিটির সদস্যরা যোগ দেন । এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত অনেক ছাত্র-জনতাও র্যালিতে অংশ নিয়েছেন।
এ সময় তাদের ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’, ‘তুমি কে আমি কে, বাঙালী, বাঙালী’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিজয় র্যালিতে বিভিন্ন থানা কমিটির সদস্যদের পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরাও অংশ নেন।
র্যালির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম মহানগর গণঅধিকারের সাধারন সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহ সভাপতি আমান উল্লাহ, সহ সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার, অর্থসম্পাদক সেকান্তর সানি, সহ প্রচার সম্পাদক মোঃ ইয়াসীন সহ গনঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্ধ।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.