গণ অধিকার পরিষদ (জিওপি)'র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামে আনন্দ মিছিল, কেক কাটা ও সমাবেশ আয়োজন করা হয়। শনিবার (২৬শে অক্টোবর) শনিবার বিকাল ৪ টায় নগরীর ফুসফুস খ্যাত সিআরবি থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামাল খান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ, চট্টগ্রাম মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি শাহ আলম , সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজু এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন।
আরো বক্তব্য রাখেন , গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি এম.এ হাশেম, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, দপ্তর সম্পাদক রিয়াজ শাহরিয়ার, অর্থ সম্পাদক এম.এ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রান্ত বড়ুয়া প্রমুখ।
বক্তারা বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের পতাকাতলে সমাবেত হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.