প্রভাতী ডেস্ক: শাকিব-অপু দম্পতির পুত্র আব্রাহাম খান জয় দেখতে দেখতে তিন বছরে পা দিয়েছে। তাকে স্কুলে ভর্তি করাতে কিছু দিন আগে বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে (এআইএসডি) গিয়েছিলেন শাকিব-অপু। কিন্তু জয়ের বয়স তিন বছর পূর্ণ না হওয়ায় স্কুল কর্তৃপক্ষ বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে (আইএসডি) ভর্তি করানোর পরামর্শ দেন।
গতকাল মঙ্গলবার শাকিব খান ও অপু বিশ্বাস বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করান জয়কে। ভর্তি শেষে সেদিন ক্লাশও করে জয়। আজ বৃহস্পতিবার থেকে নিয়মিত স্কুলে যাবে আব্রাহাম খান জয়।সংবাদ মাধ্যমে এমনটাই জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমার সন্তানের স্কুলের দিনগুলো আনন্দময় হোক। জয়ের জন্য আমি গর্বিত।
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। বছর খানেক আগে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমে তাদের বিয়ের খবর জানান।
এর পর তাদের মধ্যে বিচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় আসেন এই দম্পতি। কিন্তু এখন তাদেরকে আবার একসাথে দেখা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.