আন্তর্জাতিক ডেস্ক: ১৯১২ সালের ১৪ এপ্রিল বরফ খণ্ডের ধাক্কায় ডুবে গিয়েছিল আরএমএস টাইটানিক। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ হারিয়েছিলেন প্রায় দেড় হাজার যাত্রী।
সেই জাহাজ এখনো স্বপ্ন তরী। জাহাজ ঘিরে রয়েছে অসংখ্য মিথ। সেই মিথকেই সঙ্গী করে এবার সাগরে ভাসবে টাইটানিক-২।
জানা গেছে, ১০৬ বছর পর ২০১৮ সালে আবারো সমুদ্রে ভাসতে চলেছে টাইটানিক। তবে এবার আরো সুসজ্জিত এবং আধুনিকতার ছোঁয়া থাকছে তার মধ্যে।
অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ক্লাইভ পামারের ব্লু স্টার লাইন সংস্থা এটিকে তৈরি করেছে। ২০১২ সালে দ্বিতীয় টাইটানিক তৈরির প্রস্তাব দেন পামার। কিন্তু ২০১৫ সালে চীন সরকারের সঙ্গে তার সংস্থার আর্থিক এক চুক্তির জন্য সমস্যায় পড়েন পামার।ফলে পিছিয়ে যায় টাইটানিকের স্বপ্নও।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.