প্রভাতী ডেস্ক : সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল না হওয়া পর্যন্ত শাহবাগে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।আন্দোলনে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটিসহ বেশ কটি সংগঠন। দাবি মানা না হলে শনিবার দুপুর ৩ টায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।
৪ঠা অক্টোবর সকাল থেকেই আন্দোলনকারীরা জড়ো হতে থাকে শাহবাগ চত্বরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের সংখ্যাও বাড়তে থাকে।৩রা অক্টোবর রাত থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাহবাগে অবস্থান নেয়।
কোটা বহালের দাবিতে শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা জানান, যতোক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি না মানবে আমরা রাজপথ ছাড়বো না।এদিকে গোটা শাহবাগ চত্বর বেরিকেড দিয়ে কোটা বহালের দাবিতে আন্দোলন করছে তারা।’জয় বাংলা’ ‘৩০ শতাংশ কোটা চাই, শেখ হাসিনার ভয় নাই, একাত্তরের রাজাকার এ মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগানে মুখরিত আন্দোলনকারীরা।
সরকার ৩০ শতাংশ দাবি মেনে নিলে শনিবারের মহাসমাবেশ স্থগিত করবেন বলেও জানান তারা।সংগঠনের পক্ষ থেকে ৬ দফা দাবিও পেশ করেন আন্দোলনকারীরা।