"দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ" ফেনী জেলা আহ্বায়ক কমিটি গত সোমবার (১০ এপ্রিল) সিরাজ উদ্দিন ভূঁঞাকে আহবায়ক এবং ডাঃ নাছির উদ্দিন লিটনকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট এম. আনোয়ার হোসেন ও সদস্য সচিব এডভোকেট এম. লোকমান শাহ এর সাক্ষরে অনুমোদিত হয়।
"দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ" ফেনী জেলা আহবায়ক কমিটির নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে "দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ" কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কমিটির গতিশীল নেতৃত্বে "দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ" ফেনী জেলা কমিটি সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জোরালো ভূমিকা রাখবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সৈরাচারের কারাগার থেকে মুক্ত করবেন বলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.