তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কোনো আইপিটিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না। আগামীকালের মাঝেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. হাছান বলেন, বিদ্যমান গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আইপিটিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ পরিবেশন করা যাবে না। তা সত্ত্বেও ইদানিং বিষয়টি অনেক বেড়ে গেছে। ফলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে একটি নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সে অনুযায়ী কোনো আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারে না। ফলে এসব মাধ্যমে সংবাদ প্রচার করা নিয়ম বহির্ভূত। আমি শুধু এটি মনে করিয়ে দিলাম।
মন্ত্রী বলেন, আইপিটিভি বা ইউটিউব চ্যানেলে সংবাদ পরিবেশন ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। সেজন্য আজকালের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।
দিনটি উপলক্ষে এদিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পীসমাজের প্রতিনিধিদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন ড. হাছান। পরে এফডিসিতে র্যালি অনুষ্ঠিত হয়।
সেসময় এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের সিনেমার সুদিন ধীর ধীরে ফিরে আসছে। নতুন সিনেমা হলও চালু হচ্ছে। আশা করি, সবকিছু স্বাভাবিক হবে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.