চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৮০ বছরের এক বৃদ্ধাকে ২২ বছর বয়সী এক যুবক কতৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃদ্ধার পুত্রবধূ খালেদা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ মার্চ) দুপুরে বাড়িতে কেউ না থাকার সু্যোগে শয্যাশায়ী ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ফিরোজা খাতুন (৮০) কে জোরপূর্বক ধর্ষণ করে, বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশী কুলসুমা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। কুলসুমার চিৎকার শুনিয়া পুত্রবধূ খালেদা বেগম দৌড়ে এসে উভয়ে মিলে আসামিকে আটকানোর চেষ্টা করলেও আসামি তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
আসামি মো: আজাদুল ইসলাম সাব্বির (২২) উপজেলার চন্দনাইশ পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ হারলা এলাকার নুরুল আলমের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আনোয়ার হোসেন জানান, বিষয়টি যাচাই-বাছাইপূর্বক সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.