পটিয়া থানাধীন চাপড়া ও কোলাগাঁও গ্রামে সামাজিক ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘ' এবং এর অঙ্গসংগঠন 'তরুণ একতা সংঘ ব্লাড ডোনার্স' কর্তৃক আয়োজিত ৫ম বারের মত বিনামূল্যে খৎনা ক্যাম্প শুক্রবার(৩ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।
এসময় চাপড়া ও কোলাগাঁও গ্রামের ৩৩ জন শিশুকে খৎনা করা হয়। উক্ত খৎনা কর্মসূচি ১ জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘের সার্বিক সহযোগিতায় উক্ত খৎনা ক্যাম্প পরিচালিত হয়।
এতে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাছির আহমেদ(সাবেক চেয়ারম্যান), মো. জালাল মাষ্টার, আব্দুল গফুর, মাহবুবুল আলম জনি, মো. শরীফ মেম্বার, ফাতেমা মেম্বার, নজরুল ইসলাম খোকন, দিদারুল আলম, মো. সাজ্জাদ, মো. সালাউদ্দিন এবং আবু বক্কর প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘আমাদের মত অবহেলিত এলাকার যুবকরা সমাজ বিনির্মাণে যেভাবে কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্লাড গ্রুপ নির্ণয়, খৎনা ক্যাম্প, রাস্তা নির্মাণ সহ ইত্যাদি কাজে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এই সংগঠনের সদস্যদেরকে তাদের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের দিকনির্দেশনা প্রদান ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিবৃন্দ।'
উক্ত কর্মসূচিতে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাশেদ, সুজন মাঝি, সোহেল রানা, মো. সুমন, মো. নাসির, মো. সাব্বির, মো. খলিল, মো. ইকবাল, নেজাম উদ্দিন, মো. জাহাঙ্গীর, জয়নাল আবেদীন, আব্দুর রহমান, মো. ওয়াসিম, মো. জামাল, শহিদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.