শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

‘আমীর খসরুর বিরুদ্ধে মামলা সরকারের ফ্যাসিবাদী আচরণ’

প্রভাতী ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার(১০ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এ প্রতিবাদ জানান। এতে আমীর খসরুর বিরুদ্ধে করা মামলাকে তথাকথিত মিথ্যা ও বানোয়াট উল্লেখ করা হয়।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ আল-আমীন ও সাধারণ সম্পাদক এস এম নছরুল কাদির স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার চেয়ে যে লড়াই বর্তমানে অব্যাহত আছে, তাকে নস্যাৎ করার জন্য সরকার আমীর খসরুর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দিয়েছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমীর খসরু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে মানুষের অধিকার আদায়ের এই সংগ্রাম থামিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। এই ধরনের প্রচেষ্টা একধরনের ফ্যাসিবাদী আচরণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ভালো রাজনীতিবিদ হিসেবে যাঁরা সমাজে স্বীকৃত, তাঁরা এখন নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। রাজনীতিতে যে ভদ্রতা, নম্রতা, সভ্যতা রয়েছে, এটি এখন উঠে গেছে। বিষয়টি মর্মাহত। তাই তাঁরা বিবৃতি দিয়ে এ মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন।

গত ২৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নকশাবহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্ত্রী তাহেরা খসরু আলমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print