নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতা শেখ জাহাঙ্গীর কবিরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে বসে নিজেদেরকে তেল ও চিনি আমদানিকারক বলে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করতো। শুক্রবার (৬ জানুয়ারি) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশের একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- জাহাঙ্গীর কবির (৪৬), মোহাম্মদ আলী (৫১), মো. ওয়াসিম আহমেদ (৩৭), মো. নাজমুল হুদা খান ওরফে নাজমুল (৪৬), মো. রাজিবুল হক ওরফে বাবু (৩৮) ও মো. শাহজালাল (৫৩)।
চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, প্রতারক চক্রটির মূল হোতা শেখ জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ আলী। তারা ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেলে অবস্থান করে নিজেদেরকে তেল ও চিনির আমদানিকারক বলে পরিচয় দিয়ে থাকে। পরবর্তীতে তাদের সহযোগী অপরাপর আসামিদের সঙ্গে নিয়ে উক্ত তেল ও চিনি বিক্রির কথা বলে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে লাখ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উক্ত প্রতারণার কাজ সংঘটন করে আসলেও প্রতারণার পর গা ঢাকা দেয়ায় তাদেরকে শনাক্ত করা যাচ্ছিল না। ডিবি পুলিশ উক্ত প্রতারণার সংবাদ পেয়ে প্রতারণার শিকার ভিকটিমদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় একটানা ৩৬ ঘণ্টা অভিযান পরিচালনা করে প্রতারকদের আটক করতে সক্ষম হয়। তাদের আটক করার পর সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্যক্তি তাদের দ্বারা প্রতারণার শিকার হয়েছে মর্মে সংবাদ পাওয়া যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.