আদালত প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমকে নাশকতার অভিযোগে করা আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিনট ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এই আদেশ দেন। এর আগে নাশকতার দুই মামলায় সাইফুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
গতবছরের জানুয়ারি ও নভেম্বরে নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সাইফুলকে পুলিশ গত শনিবার নগরের গোসাইলডাঙার বাসা থেকে গ্রেপ্তার করে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.