সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনার পথ ধরে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রায চলমান রয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে পরিদর্শন বইয়ে তিনি এ মন্তব্য করেন।
এতে তিনি লিখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিজয়ের ৫১ বছর পূর্ণ হলো। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মা ফজিলাতুন নেছাসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। একইসঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আরও যারা শাহাদাতবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’
তিনি আরো লিখেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-রাজাকারদের হাতে লাঞ্ছিত লাখো মা-বোনের প্রতি জানাই আমার শ্রদ্ধা। কোনো আত্মদান বৃথা যায় না। তাদের পথ ধরে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের অগ্রযাত্রায় চলমান। ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জাতি হিসেবে বাঙালি গড়ে তুলবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.