প্রভাতী ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে আটকের প্রতিবাদে রবিবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে যুবদল।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না কর্মসূচি সফলভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন। শনিবার(৩ ডিসেম্বর) রাতে যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের স্বাক্ষর এক করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শেষে ফেরার পথে রাত ১১টার দিকে রাজধানীর আমিন বাজার থেকে সুলতান সালাউদ্দিন টুকু ও নুরুল ইসলাম নয়নকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিযর যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী। তবে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.