Search

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর ১৪৪৭ হিজরি

শেখ রাসেলের জন্মদিনে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা!

প্রভাতী ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ১৮ অক্টোবর। এ উপলক্ষে সকালে তাঁর কবরের পাশে ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।

এ সময় বনানী কবরস্থানে তাঁরা দু’জন ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। স্নেহের ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা ও শেখ রেহানা। তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মোনাজাতে অংশ নেন দু’জন।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে জন্ম নেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিপথগামী সেনাসদস্যদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৯টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল হয়। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এ ছাড়া দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাংকন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print