সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

যুবদল নেতা শাওন নিহতের ঘটনায় আদালতে রিজভীর মামলা

প্রভাতী ডেস্ক : নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষে শাওন প্রধান (২৩) নিহতের ঘটনায় মামলার আবেদন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে এই আবেদন করেন। মামলায় ৪২ পুলিশ সদস্যসহ অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের নাম রয়েছে আসামিদের তালিকার ৩ নম্বরে। এক নম্বর আসামি করা হয়েছে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) নাজমুল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানসহ মোট ৪২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

আদালত প্রাঙ্গণে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘সংবিধানকে কাট-ছাট করার পরও যতটুকু গণতান্ত্রিক অধিকার আছে, সেই অধিকার যে সরকার হরণ করেছে তা প্রমাণ করে ১ সেপ্টেম্বরের ঘটনা। আমরা এক দলীয় সরকারের যে নমুনার কথা বলেছি সেই নমুনার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শাওনের আত্মার মাগফেরাত কামনা করছি। মামলার বিষয়ে আইনজীবীরা বলবেন।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন বলেন, ‘গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন দলটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিয়ে তাদের লাঠিচার্জ করে ও গুলি ছোড়ে। এতে যুবদল কর্মী শাওন মারা যান এবং দলটির অনেক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী পুলিশ সুপার ও এসআইসহ মোট ৪২ জন পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলার আবেদন করেছেন।’

তিনি আরও বলেন, ‘এটি হত্যা মামলা। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলা গ্রহণের জন্য আদালতে অনুরোধ করেছেন আইনজীবীরা। আদেশ পরে দেওয়া হবে।’

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, ‘দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসে মামলা করেছেন। পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। দলের সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। দল যে সিদ্ধান্ত দেবে আমরা সে অনুযায়ী কাজ করবো।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘মামলার বিষয়ে আমার জানা নেই। আমি কিছু বলতে পারছি না।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print