Search

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চটগ্রামে পাসপোর্ট করতে এসে গ্রেপ্তার রোহিঙ্গা তরুণী

এম. জিয়াউল হক: চট্টগ্রামে পাসপোর্ট করতে এসে ধরা পড়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন জুবাইরা বিবি (১৯) নামের এক রোহিঙ্গা তরুণী। সোমবার (২৩ মে) বেলা সাড়ে বারোটার দিকে নগরীর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে আঙ্গুলের চাপ যাচাইকরণের মাধ্যমে তাকে সনাক্ত করা হয়।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস,চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদুল হক জানান, জুবাইরা বিবি (১৯) নামের এক রোহিঙ্গা তরুণী জোবাইদা খানম নামে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ১ নম্বর ওয়ার্ডের সৈয়দ নুরের মেয়ে পরিচয়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট  অফিসে পাসপোর্ট করতে আসে। এ সময় কাউন্টারের দায়িত্বরতদের সন্দেহ হলে তার আঙ্গুলের চাপ যাচাই করলে দেখা যায় সে জুবাইরা বিবি নামে ২০১৭ সালের ডিসেম্বর মাসে মায়ানমারের নাগরিক হিসেবে নিবন্ধন করে। পরে তাকে আটক করে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print