Search

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বেশি দামে ঈদের আগাম টিকিট বিক্রি: চট্টগ্রামে হানিফ এন্টারপ্রাইজকে ১লাখ টাকা জরিমানা

প্রভাতী ডেস্ক : ঈদ সামনে রেখে নির্ধারিত দামের চেয়ে বেশিতে অগ্রিম টিকিট বিক্রির দায়ে হানিফ এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার(২০ এপ্রিল) দুপুরে নগরের বিআরটিসি এলাকার বাস কাউন্টারে এই অভিযান পরিচালনা করা হয়। হানিফ ছাড়াও শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা কাউন্টারে মূল্য তালিকা টানায়নি তাই ।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নাসরিন আকতার, আনিছুর রহমান ও দিদার হোসেন।

ফয়েজ উল্লাহ বলেন, হানিফ এন্টারপ্রাইজ তিনটি অপরাধ করেছে। তারা মূল্য তালিকা টানায়নি। দূরপাল্লার টিকিটের দাম দুই থেকে তিনশ টাকা পর্যন্ত বেশি রাখছিল। এছাড়া টিকিটের জন্য ঘুষও দিতে হচ্ছিল। তাই তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকার কারণে শ্যামলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print