মো: জিয়াউল হক : চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জের একটি মিলে হলুদ, মরিচ ও মসলার গুঁড়ায় চালের ভূষি ও রং (ক্যামিকেল) ব্যবহার করার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে ১ হাজার ৪০২ কেজি ভেজাল হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া ও গুঁড়া তৈরির উপকরণ এবং ক্যামিকেল।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ৬ নম্বর ইসলাম কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৭।
আটককৃতরা হলেন- মো. জিল্লুর রহমান জিয়া (২৬), আবদুল কাদের (৩৫), মো. রিয়াদ হোসেন (১৯), মো. নুরুল ইসলাম (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, কোতোয়ালী থানাধীন আছাদগঞ্জ ৬ নম্বর ইসলাম কলোনির একটি মিলে হলুদ, মরিচ, মসলায় ভেজাল দিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। সোর্সের মাধ্যমে খবর পেয়ে ওই মিলে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করা হয়। জব্দ করা হয় বেশকিছু ক্যামিকেল মিশ্রিত ভেজাল মশলা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য উক্ত মরিচ মিলটির মালিক মো: আব্দুল হাই নামের একজন কথিত সোর্স। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে এই ভেজাল মসলার মিলটি পরিচালনা করেন। এই পর্যন্ত কয়েকবার এই মিলে অভিযান পরিচালনা করা হলেও এই আব্দুল হাই সবসময় অধরা থাকেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.