চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলোচিত মাহাবুব হত্যা মামলায় জামিন পেয়েছেন উত্তরজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী।তার জামিনে মুক্তি পাওয়ায় উৎসব মূখরভাবে তাকে ফুল দিয়ে বরণের মাধ্যমে গ্রামে প্রবেশ করান। এ সময় তাকে বিশাল গণসংবর্ধনার মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রবেশপথ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজ গ্রামের বাড়ি ইসলামপুর ইউনিয়নের পিয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দীন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি সাদেক নূর চৌধুরী টিপু, হাছান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী বাবলা, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মুবিন চৌধুরী, রাজানগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসিফুল রহমান চৌধুরী রাব্বি, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ খসরুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রবিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম জজ আদালতে তার আইনজীবী নিখিল কুমার নাথ জামিনের আবেদন করলে উক্ত মামলায় আদালতের বিচারক শহিদুল্লাহ কায়সার তার জামিন মঞ্জুর করেন।
মাহাবুব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে গত রবিবার চট্টগ্রাম জজ আদালতে মামলার বাদী মোরশেদা বেগম আদালতে তৌহিদুল ইসলাম চৌধুরী নির্দোষ স্বীকার করে এফিডেভিড প্রদান করেন। এতে আদালত সন্তুষ্ট হয়ে তৌহিদুল ইসলাম চৌধুরীর জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত,২০১৪ সালের ১৬ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন ১নং রাজানগর ইউনিয়নস্থ ঠান্ডাছড়ি বাগানে সঙ্গবদ্ধ গ্রুপ মাহবুবকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকান্ডের শিকার মাহবুবের স্ত্রী মোরশেদা বেগম রাঙ্গুনিয়া মডেল থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.