প্রভাতী ডেস্ক : দলীয় এক কর্মসূচিতে সরকারি এক কর্মকর্তা বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়ার সমালোচনা করার পর যুবলীগের আইন সম্পাদক ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল শনিবার রাতে সংবাদ মাধ্যমকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আমরা সংগঠন থেকে সায়েদুল হক সুমনকে অব্যাহতি দিয়েছি।
গত সপ্তাহে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বঙ্গবন্ধু ও শেখ কামালকে নিয়ে স্লোগান দেন শরীয়তপুরের একজন পুলিশ কর্মকর্তা। পরে ওই পুলিশ কর্মকর্তার কঠোর সমালোচনা করে সায়েদুল হক সুমন দলীয় নেতাকর্মীদের পাল্টা সমালোচনার মুখে পড়েন।
যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল বলেন, ‘সে আগেও বিভিন্ন সময় ফেইসবুক লাইভে এসে আমাদের সংগঠনবিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিল। আমরা তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিলাম, কিন্তু সে জবাব দেয়নি। জয় বাংলা স্লোগান- সেটা তো মহামান্য হাই কোর্টই বলে দিয়েছে যে, এটা জাতীয় স্লোগান। এর সমালোচনা সে করতে পরে না, লাইভে এসে এই স্লোগান নিয়েও সমালোচনা করেছে। কারণ দর্শানোর জবাব না দেওয়ায় আমরা তাকে অব্যাহতি দিয়েছি।’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ব্যারিস্টার সুমন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি এখনো চিঠি পাইনি। চিঠি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’
নানা ঘটনা নিয়ে ফেইসবুক লাইভে প্রতিক্রিয়া দিয়ে আলোচনায় উঠে আসা সুপ্রিম কোটের্র আইনজীবী সুমন একসময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন । পরে স্বেচ্ছাসেবামূলক কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণ দেখিয়ে গত বছর ফেব্রুয়ারিতে তিনি সেই দায়িত্ব ছেড়ে দেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.