প্রভাতী ডেস্ক : আগামী বুধবার(১১ আগষ্ট) থেকে বাস ও লঞ্চ পূর্ণ সক্ষমতায় যাত্রী বহন করতে পারবে। একইসাথে বাতিল হচ্ছে বাড়তি ভাড়া, নেওয়া হবে নিয়মিত ভাড়া।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সংবাদ মাধ্যমকে বলেন, 'বিশেষ পরিস্থিতির কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। তাই, আগামী ১১ আগস্ট থেকে লঞ্চ মালিকদের আগের ভাড়া নিতে হবে।'
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, '১১ আগস্ট থেকে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া বাতিল হয়ে যাবে এবং আগের ভাড়া নেওয়া শুরু হবে।'
উল্লেখ্য স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ৫০ শতাংশ যাত্রী পরিবহনের শর্তে গত ৩১ মার্চ থেকে লঞ্চ ও বাস অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আদায় করা শুরু করে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.