নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা থানার স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধভাবে কোরবানির পশু বিক্রি করায় তিনটি খাইন (অস্থায়ী পশু বেচাকেনার স্থান) মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে চসিক নির্ধারিত হাটে পশুগুলো নিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (১৪ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এর আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে দু্ইটি খাইনে অবৈধভাবে কোরবানির পশু বিক্রির দায়ে খাইন মালিকদের ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহযোগিতায় পরিচালিত অভিযানে ম্যাজিস্ট্রেটরা পথচারীদের মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.