প্রভাতী ডেস্ক : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর লকডাউন শিথিল করা হবে। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় তথ্য অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। বন্ধ থাকবে সকল গণপরিবহন, তবে ভার্চুয়ালি চলবে সকল সরকারি অফিস।
তবে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।
এর আগে, বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক গণমাধ্যমকে বলেন, ‘সীমিত আকারে গণপরিবহন চালু ও দোকান খোলার অনুমতি চেয়ে একটি প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে।’
প্রস্তাবটি সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছিলেন তিনি।
‘তবে, করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার ঈদের পর আবারো কঠোর লকডাউন ঘোষণা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
যোগাযোগ করা হলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘১৫ তারিখ থেকে দোকান খোলার অনুমতির মৌখিক আশ্বাস পেয়েছি। আগামীকাল এ ব্যাপারে আমাদের বিস্তারিত জানানো হবে। কর্মচারীদের মধ্যে যারা এখন ঢাকায় আছেন তাদের দিয়েই স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছি।’
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.