বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার(৬ মে) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রামের কোতোয়ালী এলাকার টেরিবাজার থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মাওলানা ইছাহাক হুজুরের ছেলে।
গ্রেফতার ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি বলেন ২০১৪ সালে বাঁশখালীর কোর্ট পোড়ানো, নাশকতাসহ বিভিন্ন মামলায় আসামী ছিলেন জামায়াত নেতা জহিরুল ইসলাম। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.