Search

রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় আরো ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের ঘটনায় আহত মো. শিমুল (২৩) ও রাজিউল ইসলাম (২৫) নামের আরো ২জন মারা গেছেন। এর আগে সংঘর্ষের ঘটনায় ৫ জন মারা গেছেন। সবশেষ দুইজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।

নিহত মো. শিমুল (২৩) সিলেটের মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আব্দুল মালেকের ছেলে এবং রাজিউল ইসলাম (২৫) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদিঘি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। তিনি বলেন, বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিমুল। অন্যদিকে নগরীর পার্কভিউ হাসপাতালে বুধবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাজিউল ইসলাম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামে মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া এবং পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print