Search

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ এখন পথহারা : কাদের মির্জা

প্রভাতী ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আজকে ওপর পর্যায় থেকে যেসব কথা বলে দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা লোক আমার আহত কর্মীদেরকে দেখতে আসে নাই। আমার একটু খোঁজখবর নিতে আসে নাই আওয়ামী লীগ। আওয়ামীলীগ থেকে আমি এজন্যই পদত্যাগ করেছি। আওয়ামী লীগ এখন পথহারা আওয়ামী, অপশক্তির আওয়ামী লীগ, অস্ত্রবাজদের আওয়ামী লীগ।

তিনি বলেন, আমাদের মতো ৪৭ বছরের ত্যাগী কর্মীরা আজকে আওয়ামী লীগে শুধু এখানে নয়, বাংলাদেশের কোথাও নেই। আজকে অপরাজনীতির হোতারা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় নিজ অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ড থেকে লাইভে এসে এসব কথা বলেন বসুরহাট মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি আরো বলেন, ‘সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বেশিরভাগ ঠিকাদার বিএনপির। ২-৪ জন ঠিকাদার আওয়ামী লীগের আছে। তারা কাজ বিক্রি করে দেয় বিএনপির কাছে। সেখান থেকে মাসোহারা তোলে মন্ত্রীর (সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) এপিএস। সেটাকে তিনভাগ করে বেলায়েত। সেখান থেকে তারা একভাগ অফিসারদের জন্য রাখে, একভাগ তারেক জিয়ার জন্য পাঠায়, একভাগ মন্ত্রীর স্ত্রীকে দেয়। মন্ত্রীর স্ত্রীর (ইসরাতুন্নেসা কাদের) দেশে-বিদেশে কত হাজার কোটি টাকার সম্পদ আছে, বাড়ি-গাড়ি আছে; এটার হিসাব আমার কাছে আছে। যথাসময়ে যথাস্থানে পৌঁছাব। আর আল্লাহর কাছে বলব। যেহেতু আমাদের কেউ নেই।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print