Search

শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

করোনা আক্রান্ত অবস্থায় সকালে সন্তানের জন্ম দিয়ে বিকালে সাংবাদিকের মৃত্যু

প্রভাতী ডেস্ক : করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। শুক্রবার (১৬ই এপ্রিল) বিকালে রাজধানীর ইম্পালস হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, ৩২ বছরের রিফাত সুলতানা একাত্তর টেলিভিশনের যাত্রা থেকে কর্মরত ছিলেন। এখানে যোগদান করার পর তার বিয়ে ও দুই ছেলের জন্ম হয়।

তার দুই যমজ ছেলের বয়স দুই বছর। রিফাত করোনা পজিটিভ ও গর্ভবতী থাকায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালে, পরে সেখান থেকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। এরপর সেখান থেকে উত্তরার কেসি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে ইম্পালস হাসপাতালে নিয়ে আসা হয়।

শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। কন্যাসন্তানটি এখন আরেক বেসরকারি এভার কেয়ার হাসপাতালে রয়েছে। বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার দিকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে বাসায় নেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন রিফাতের শাশুড়ি। হাসপাতাল থেকে রিফাত সুলতানাকে আল মারকাজুলে নিয়ে আসা হয়।

সেখান থেকে বনশ্রীর বাসায় নেওয়া হয়। বাসা থেকে একাত্তর টেলিভিশন কার্যালয়ে নেওয়ার পর সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print