Search

সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার হাজতি ‘নিখোঁজ’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার এক হাজতি নিখোঁজ হয়েছেন। শনিবার (৬ই মার্চ) সকাল থেকে ফরহাদ হোসেন রুবেল নামের ঐ হাজতিকে খুঁজে না পাওয়ায় নগরীর কোতোয়ালী থানায় কারা কর্তৃপক্ষ সাধারণ ডায়রি করেছে বলে জানিয়েছে পুলিশ।

হাজতি নিখোঁজের বিষয়ে জানতে চট্টগ্রাম কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বার বার ফোন দেওয়া হলেও তাদের কেউই ফোন ধরেননি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘আজ সকালে তালা খোলার পর থেকে ফরহাদ হোসেন রুবেল নামের এক হাজতিকে কারাগারে খুঁজে পাওয়ায় যাচ্ছিল না বলে কারা কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। রুবেল গত ৯ই ফেব্রুয়ারি থেকে সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

কারা সূত্র জানিয়েছে, নিখোঁজের ঘটনার পর থেকেই কারাগারের অভ্যন্তরে খোঁজাখুঁজি চালু রেখেছেন কারারক্ষীরা। এছাড়া এই ঘটনার পর থেকে কারারক্ষীদের অন্যসব বন্দিদের বিষয়ে সর্তকতা জারি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সদরঘাট থানার এসআরবি রেল গেইট এলাকায় ৫ ফেব্রুয়ারি গভীর রাতে আবুল কালাম আবু নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী ছুরিকাহত হয়ে হাসপাতালে মারা যান। এ ঘটনায় কালামের মা মর্জিনা বেগম সদরঘাট থানায় মামলা করলে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print