Search

বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৭ হিজরি

আইসিটি মামলায় আটক লেখক মুশতাকের মৃত্যু তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি গঠন

প্রভাতী ডেস্ক : কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রধান করা হয়েছে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে। সরেজমিন তদন্ত করে ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে বলা হয়েছে।

শনিবার (২৭শে ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির, গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহার। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মুশতাক নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আবদুর রাজ্জাকের ছেলে। ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের ৬ মে ঢাকা জেলে এবং পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print