Search

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ত্রিপুরা নারীদের পিরিয়ডে স্বাস্থ্য সুরক্ষা, বাল্য বিবাহ ও সহিংসতা রোধে দূরবীন ফাউন্ডেশনের কর্মশালা

জয়নাল আবেদীন আসিফ: সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূরবীন ফাউন্ডেশন। এই সংগঠনের একটি গ্রুপ গত এক বছর যাবৎ কাজ করছে সমাজে পিছিয়ে পড়া ত্রিপুরা জনগোষ্ঠীকে নিয়ে। তারই ধারাবাহিকতায় তারা ত্রিপুরা নারীদের পিরিয়ডের সময় স্বাস্থ্য সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ নিরোধ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করেন।

এতে করে তারা তাদের পিরিয়ড চলাকালীন স্বাস্থ্য সুরক্ষা,নারীদের প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহের আইন প্রনয়ন সম্পর্কে ধারনা পেয়ছে।

কর্মশালা সম্পর্কে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আফজাল সুলতান সাফি জানান, আমরা সামাজে পিছিয়ে পড়া ত্রিপুরা গোষ্ঠীকে নিয়েও কাজ করে আসছি। ত্রিপুরা নারীদের পিরিয়ডের সময় স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন করতে আমাদের সংগঠনের এডমিন হুমায়রা নাবিলা এবং অন্যান্য নারী সদস্যরা ত্রিপুরা কিশোরী ও যুবতীদের মধ্যে পিরিয়ডের সময় স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে ধারণা দেওয়া, সেনিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার সম্পর্কে জানানো, এর পাশাপাশি পিরিয়ডের সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে। এছাড়াও নারীদের প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ আইন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print