
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে ব্যাটারীচালিত টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত এক যুবলীগ নেতাসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) তাদেরকে গ্রেফতারের বিষয়টি জানায় পুলিশ।
আটক ৪ জন হলো মো. নুরুল হাকিম (২০), মো. আলমগীর মিয়া প্রকাশ রুবেল (২৬), শহিদুল ইসলাম জায়েদ (৪৩) এবং এসএম সামাদ (৩২)। তাদের মধ্যে এসএম সামাদ নিজেকে চকবাজার ও বাকলিয়া এলাকার যুবলীগ নেতা পরিচয় দেয়। আটক ৪জনই র্যাবের হাতে গ্রেফতার হয়ে কারান্তরীণ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর সহযোগী বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, “চকবাজার এলাকায় অবৈধভাবে টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকা ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) থেকে চাঁদা হিসেবে আদায় করা হয়েছিল।”
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, “আসামিরা টমটম থেকে প্রতিদিন চাঁদা আদায় করে। এসব টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। তাদের চাঁদাবাজি ছাড়া বৈধ কোনো পেশা নেই।”
এসএম সামাদের বাড়ি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি নোয়াপাড়া এলাকায় হলেও সে চকবাজার থানাধীন ডিসি রোডে বসবাস করে। নিজেকে চকবাজার ও বাকলিয়া এলাকার যুবলীগ নেতা পরিচয় দেয় সে। তার বিরুদ্ধে চকবাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের। সে চকবাজার এলাকায় টমটম, সিএনজিচালিত অটোরিকশা ও ফুটপাতের ভ্যান থেকে চাঁদাবাজি করে আসছিল।