রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

এখন থেকে জিডি/ মামলা করা যাবে  পিবিআইতে

প্রভাতী ডেস্ক: পুলিশিং সেবায় নতুন একটি মাত্রা যোগ হলো, শুধু থানায় গিয়ে নয় এখন জিডি /মামলা সংক্রান্ত সকল অভিযোগ করা যাবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অফিসে।

ডিআইজি বনোজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে বলা হয় থানায় যেভাবে জিডি বা অভিযোগ করা যায়  একইভাবে পিবিআই অফিসেও জিডি বা অভিযোগ দায়ের করা যাবে।

পিবিআই অফিসার ব্যবস্থা নিবেন,প্রয়োজনে মামলা দায়ের করে তদন্ত করবেন। এই ক্ষমতা পিবিআইকে দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয় ইউনিট ইনচার্জ ব্যক্তিগত ভাবে ভিকটিম/অভিযুক্তের সহিত সত্যতা যাচাই এর ব্যপারে কথা বলবেন। সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।।

উক্ত আদেশের বলা হয় ভিকটিম পিবিআইতে জিডি বা অভিযোগ করতে পারবে, পিবিআই অফিসার সেই জিডি বা অভিযোগ তদন্ত করবে, মামলা করার মতো হলে পিবিআই অফিসার ভিকটিমকে নিয়ে থানায় যেয়ে মামলা রুজু করবে,মামলা রুজু হওয়ার পর পিবিআই সিডিউলভুক্ত মামলা হলে পিবিআই অফিসার থানা থেকে বিলম্ব না করে মামলাটি পিবিআইতে নিয়ে আসবে এবং তদন্ত করবে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print