Search

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সিএমপি চকবাজার থানার নতুন ওসি রুহুল আমীন !

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (৮ই আগস্ট) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ বদলির আদেশ দেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সংবাদমাধ্যমকে বলেন, নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমীনকে চকবাজার থানার ওসি পদে বদলি করা হয়েছে। এর আগে মোহাম্মদ রুহুল আমীন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) পদে দায়িত্ব পালন করেন।

২৬ জুলাই চকবাজার থানার ওসি নিজাম উদ্দিনকে বন্দর থানার ওসি পদে বদলি করা হলে তারপর থেকে চকবাজার থানার ওসির পদটি খালি ছিল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print