Search

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির রাজনৈতিক কোন আলোচনা হয়নি: বিএনপি

প্রভাতী ডেস্ক : দীর্ঘদিন পর ঈদুল আজহার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাত করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সাক্ষাতকালে স্থায়ী কমিটির সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক আলাপ-আলোচনা হয় বলে বুধবার (৫ই আগস্ট) দুটি পত্রিকা খবর প্রকাশ করে।

ওই খবরের প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, সেদিন দলের চেয়ারপারসনের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।

বুধবার(৫ই আগষ্ট) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দৈনিক আমাদের সময় ও দৈনিক যুগান্তরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক আলোচনা হয়েছে মর্মে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ রূপে মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন। ওইদিন খালেদা জিয়ার সঙ্গে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের শুধুমাত্র ঈদ শুভেচ্ছা ও পারস্পরিক কুশলাদি বিনিময় হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেদিন নেতারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

তার সঙ্গে নেতাদের কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বা বেগম জিয়াও কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দেননি। দৈনিক আমাদের সময় ও দৈনিক যুগান্তরের মতো বহুল প্রচারিত পত্রিকায় কোনো প্রকার তথ্য যাচাই ছাড়া এ ধরনের দায়িত্বহীন সংবাদ পরিবেশন করলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

সস্প্রতি বিএনপি চেয়ারপারসন ও বিএনপিকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে আসছে, যা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এ ধরনের অসত্য সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print