সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

ঈদের ছুটির পরেও প্রকাশনা চালু হয়নি চট্টগ্রামের ৫ প্রভাবশালী দৈনিক পত্রিকা

প্রভাতী ডেস্ক : চট্টগ্রামের ৫টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়নি আজও। প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্তে অনঢ় রয়েছেন চট্টগ্রামের প্রভাবশালী ৫টি দৈনিক পত্রিকার মালিকরা। ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে ৪ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৪ঠা আগষ্ট) কাজ শুরু এবং বুধবার পত্রিকা প্রকাশের কথা ছিল। কিন্তু অফিস খোলেনি, পত্রিকাও প্রকাশিত হয়নি।

এই পরিস্থিতিতে পত্রিকাগুলোতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা পড়েছেন অনিশ্চয়তার মধ্যে। সামগ্রিক বিষয় নিয়ে জরুরি সভা ডেকেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে।

পূর্ণাঙ্গ ঈদ বোনাসের দাবিতে গত ২৯ আগস্ট দৈনিক আজাদীর মালিক ও সম্পাদক এম এ মালেকের বাসা ঘেরাও কর্মসূচি পালন করে সিইউজে। প্রতিবাদে পরদিন ৩০শে আগস্ট ৫টি পত্রিকার প্রকাশনা একযোগে বন্ধ করে দেন মালিকরা।

৩১শে আগস্ট থেকে সংবাদপত্রে ঈদের ছুটি শুরু হয়। ৪ দিনের ছুটি শেষে পত্রিকা প্রকাশ করা হবে বলে ভেবেছিলেন সবাই। কিন্তু তা না হওয়ায় তৈরি হয়েছে নতুন সংকট।

পত্রিকা ৫টি হচ্ছে – দৈনিক আজাদী, পূর্বকোণ, সুপ্রভাত বাংলাদেশ, পূর্বদেশ ও বীর চট্টগ্রাম মঞ্চ।

এসব পত্রিকায় কর্মরত সাংবাদিকরা জানান, প্রকাশনা চালুর ব্যাপারে কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানাননি।

চট্টগ্রামের প্রভাশালী দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক প্রশ্ন করে বলেন, মালিকের বাড়ি ঘেরাও করে আন্দোলনের নামে যেভাবে সম্মানহানি করা হয়েছে, এরপর পত্রিকা বের করে কী হবে?

দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান জানান, চট্টগ্রামে পত্রিকা মালিকদের এলায়েন্সের সিদ্ধান্তেই প্রকাশনা বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, একযোগে সব পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত। সংকট নিরসনে আলোচনায় বসতে চাইলেও মালিকপক্ষ রাজি হয়নি। তারপরেও সম্মানজনকভাবে বিষয়টি সুরাহা করে সমস্যা দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print