সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

সিনহা নিহতের ঘটনার দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়- সেনাপ্রধান

প্রভাতী ডেস্ক : সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী ও পুলিশ সবসময় কাঁধে কাঁধ রেখে কাজ করেছে, সিনহা নিহতের ঘটনায় দায় ব্যক্তির, কোনো বাহিনীর নয়।

বুধবার (৫ই আগস্ট) কক্সবাজারে সেনাবাহিনী এবং পুলিশের এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জেনারেল আজিজ আহমেদ আরো বলেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিচার হবে।

এর আগে,দুপুর পৌনে একটার দিকে একটি বিশেষ হেলিকপ্টারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় কক্সবাজারে আসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি ড.বেনজীর আহমেদ।

বিমানবন্দর থেকে তারা কক্সবাজারের লাবনী পয়েন্টে হোটেল জলতরঙ্গে এসে অবস্থান করেন। সেখানে বিশ্রাম শেষ দুই বাহিনীর প্রধানসহ স্থানীয় প্রশাসন বৈঠক করেন।

৩১শে জুলাই সন্ধ্যার পর নিজের প্রাইভেটকারে করে তথ্যচিত্রের কাজ শেষে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার সময় শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান। সিনহা রাশেদ ২০১৮ সালে সৈয়দপুর সেনানিবাস থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print