Search

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

করোনায় মারা গেলেন সিএমপির ডিসি ডিবি মিজানুর রহমান !

প্রভাতী ডেস্ক : করোনা য় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) মিজানুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি সিএমপির গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের ডিসির দায়িত্ব পালন করছিলেন।

সোমবার(১৩ই জুলাই) ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন সিএমপির নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মিজানুর রহমান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান।

এক শোক বার্তায় তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print