
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে রোজ প্রায় ২০০ জনের কাছাকাছি করোনা রোগীর খোঁজ মিলছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পাওয়া গেল আরো ১৯৪ জন করোনা রোগী। চট্টগ্রামের ৪টি এবং কক্সবাজারের একটি ল্যাবে ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের এই সংক্রমণ পাওয়া গেছে। ফলে চট্টগামে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২৮৮ জনে। নতুন আক্রান্ত ১৯৪ জনের মধ্যে ১২৮ জন নগরের, ৬৬ জন বিভিন্ন উপজেলার। এই নিয়ে চট্টগ্রাম নগরে করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪২৭৫ জনে এবং উপজেলায় ২০১৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছেন আরো ৫০ জন। আর তাতে করে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪০ জন। একই সাথে করোনায় প্রাণ হারিয়েছেন আরো ২ জন, ফলে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ১৪১।
রোববার (২১ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামের চারটি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাবে সর্বমোট ৬৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরো ১৯৪ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্তদের মধ্যে নগরের ১২৮ জন এবং বিভিন্ন উপজেলার ৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হওয়াদের মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-তে সবচেয়ে বেশি। সেখানে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা পজিটিভ মিলেছে। যাদের মধ্যে ৬২ জনই নগরের ও বাকি ৩৫ জন বিভিন্ন উপজেলার।
একই দিনে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ রোগী পাওয়া যায় ৬২ জনের দেহে। যাদের মধ্যে ৫৮ জন নগরের ও ৪ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১২৯ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে ১৬ জনের শরীরে। এদের মধ্যে ৮ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যাদের সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনা পজিটিভ পাওয়া গেছে মাত্র ১ জন উপজেলার রোগী পাওয়া গেছে।
এদিন চট্টগ্রামের বেসরকারি করোনা পরীক্ষাকেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবের করোনা পরীক্ষার ফলাফলের তথ্য পাওয়া যায়নি।
উপজেলা পর্যায়ে নতুন করোনা শনাক্ত ৯৫ জনের মধ্যে সবচেয়ে বেশি বোয়ালখালী উপজেলায়। সেখানে ১৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। এছাড়া চন্দনাইশে ১১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া য়ায়। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে রাউজানে ১০ জন, হাটহাজারী উপজেলায় ৯ জন, মিরসরাইয়ে ৮ জন, সীতাকুণ্ডে ৭ জন এবং সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।